নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ধর্ষক লম্পট বাবু মিয়া (২৬ ) কে আটক করেছে পুলিশ। সমবার মধ্য রাতে এলাকাবাসী বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে চট্রগ্রামের পাহাড়তলী উপজেলার চররামপুর গ্রামের সরদার বাড়িতে। গত সমবার বিকালে দক্ষিণ চররামপুর গ্রামের মোঃ রনির লম্পট ছেলে বাবু মিয়া সরদার বাড়ির পাসে জংগলে টেনে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটক করে। পরে লোকজন ধর্ষককে বেধম মারধোর করে খবর পেয়ে পুলিশের আসলে পরে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
থানায় অভিযোগের আলোকে জানা যায়, বাবু মিয়া দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিভিন্ন ভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। সমবার বিকেলে আবারও ধর্ষণ করে চলে যাওয়ার সময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন আটক করে।
স্থানী লোকজন জানায়, বাবুর খারাপ প্রকৃতির ছেলে। মদ, গাজা, বাবা ট্যাবলেট সহ সে বিভিন্নভাবে এলাকার মেয়েদের উত্যক্ত করে আসছে। বাবুর বিষয়ে তার পরিবারের কাছে বহুবার অভিযোগ করলেও তেমন কোন ফল পাওয়া যায়নি।
ধর্ষিতার মামা ও মামলার বাদী মো.ওয়াজীব হোসেন বলেন, আমার বোনের স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়ি খালি থাকার সুযোগে লম্পট বাবু আমার ভাগ্নিকে ধর্ষণ করেছে। ভাগ্নির ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে আটক করে।
থানার ওসি মো. আ. রাকিব জানান, মামলা দায়েরের পর আটক বাবু মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।