গতকাল সোমবার, ভারতের হ্যাকার রা বাংলাদেশ এর সাইবার স্পেসে হামলা চালায় এতে তারা বাংলাদেশ এর প্রায় ৮৮ টি ওয়েবসাইট ডাউন করে, এর পালটা জবাবে, বাংলাদেশ এর হ্যাকার রা তাদের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে ফ্রন্ট পেইজে বাংলাদেশ হ্যাকার দের নাম ঝুলিয়ে দেয়, এই সাইবার হামলা সম্পর্কে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স এর প্রধান মিনহার মহাসীন বলেন: আমরা কখনো কারো ক্ষতি করিনা, তবে তারা আমাদের উপর হামলা চালালে আমরা তাদের পালটে জবাব দিবো, এছাও বাংলাদেশ রেড হ্যাট হ্যাকার এর প্রধান কল্লোল খান জানান! : আমরা তাদের ওয়েবসাইট থেকে সকল ডাটা ছিনতাই করেছি। তারা আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করলে আমরা তাদের সকল ডাটা রিকুভার করে দিবো’ এবং তাদের সকল ওয়েবসাইট ঠিক করে দিবো।
বাংলাদেশ এর হ্যাকার রা বাইরের দেশ পাকিস্তান ও ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে আছে, সাইবার স্পেসে
আমাদের সাথে কেউ যুদ্ধে আসতে চাইলে আমরা তাদের সহজে ছাড় দিবোনা।
এ ছাড়াও ক্রাইম রিচার্স এন্ড এনালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) থেকে ইফতি আরো বলেন, হ্যাকিং এর নামে যারা অপরাধ মূলক কাজে জড়িত তাদের খুবই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।