একের পর এক ক্রাশ খেয়ে যাচ্ছেন অনন্যা😂। বাংলাদেশের সব জেলা থেকে একটি ক্রাশ খাওয়ার ইচ্ছা তার। এ ব্যাপারে তার কাছে থেকে জানতে চাইলে, তিনি জানান যে ‘আমি ক্রাশ খেতে পছন্দ করি। বাংলাদেশের সব জেলা থেকে একটা করে ক্রাশ খাওয়ার লক্ষ্য আমার।’ এ ব্যাপার নিয়ে বেশ উচ্ছসিত তার প্রতিবেশীরা। এলাকায় এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নিউটি শোনার পর।এভাবেই ক্রাশ খেয়ে যাক,সেই আশায় রইলো চ্যানেল থার্টিফোর নিউজ। শুভকামনা রইলো অনু😊।