আবারো নারী নির্যাতনের স্বীকার।
এবার আর অন্য কেউ নয় ইমরান ওরফে আফতাব নামের এক যুবকের বুড়ো মা(৬৫) কে আজ রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাসে ধ/র্ষন করে বাসের ড্রাইভার। এ ঘটনায় আটক করা হয়েছে মোহাম্মদ পাপ্পু, ইমরান এবং বাসের ড্রাইভারকে।
ঘটনার তদন্ত করে জানা যায় যে ইমরানকে তার মা ঈদের শপিং করার জন্য টাকা কম দেয়ায় ইমরান প্লান করে বাসের ড্রাইভার দিয়ে তার মা কে ধর্ষ/ন করিয়েছে।
ইমরানের আম্মু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হস্পিটালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন।
আমরা মরহূমের আত্মার শান্তি কামনা করছি। এবং উক্ত ঘটনার জন্য আমরা সবাই-ই শোকাহত।