প্রথম আলো থেকে জানা যায় । গত সপ্তাহে রাতে 5 জন মেয়েকে কিডন্যাপ করে একটি বাড়িতে নিয়ে এক এক জনকে মাতাল অবস্থায় ধর্ষন করে পরেরদিন ধর্ষিতা কেস করার ফলে তাকে পুরান ঢাকা থেকে আটক করা হয় এই MD Masbah নামক ছেলেটিকে .. ছেলেটির বয়স আনুমানিক 14 বছর । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করায় সে বলে সে মাতাল ছিলো তাই এই কাজ করেছে । কিন্তু তার নামে আরো আগে 17 টি কেস ছিলো তারজন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়