এতদিন ধরে আরিফের পরিবারে বিয়ে নিয়ে গুঞ্জন শুনা গেলেও সেটা এখন সত্য হতে যাচ্ছে,বিশ্বস্ত সূত্রে ঠিক এমনটাই জানা গেছে।সব কিছু ঠিকঠাক থাকলে আগামি বছর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আরিফ জুনু।শুনা যাচ্ছে পারিবারিকভাবেই নিজের দীর্ঘদিনের বন্ধুবি কন্যা “আফিয়াহ ফাহমিদা মম”এর সাথে নিজের জীবনের ২য় ইনিংস শুরু করেতে যাচ্ছেন এই Cool Boy.কন্যা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাউন্টিং বিভাগের ১ম বর্ষের ছাত্রী।কিন্তু এই ব্যপারে আরিফ জুনুর সাথে যোগাযোগ করতে গেলে তিনি তার ব্যাক্তিগত জীবন নিয়ে কথা বলতে আনিহা প্রকাশ করেন।তবে বন্ধু পাড়ায় জোড়ালো গুঞ্জন আছে অতি শীঘ্রই নাকি বিয়ের গাটছাড় বাধতে চান তিনি।