সিলেটের শ্রীমঙ্গল এ লেবু চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে এতে চিন্তিত লেবু বাগানের মালিকেরা
চ্যানেল 34 নিউজ কে জানান, গাছে লেবুর বাম্পার ফলন সকালে দেখলেও পরেরদিন সকালে পাওয়া যায় না. এতে মালিকেরা থানায় মামলা করেন
শ্রীমঙ্গল থানার ওসি জনাব রেনন হায়দার বলেন, আমরা চোর গুলিকে শনাক্ত করেছি. লেবু চুরির ঘটনার পিছনে 2 টি চোর বাহিনীর হাত রয়েছে. এদের দুইটি হলো স্বপন লেবু বাহিনী, সাইফ জামান অনিক লেবু বাহিনী
স্বপন লেবু বাহিনীর প্রধান রাজ ওরফে স্বপন কে গ্রেফতার করা হয়েছে সে এসব লেবু চুরি করে প্রতি সোমবার বাজারে বিক্রি করে থাকে