গতকাল রাতে ইসরাইল সাইবার স্পেসে হামলা চালায় বাংলাদেশি হ্যাকার রা, একযোগে ১৩৬০ টি ওয়েবসাইট হ্যাকড করেন হ্যাকাররা, গ্রে-হ্যাট এর সাথে তাল মিলিয়ে এই হ্যাকিং এ অংশ নেন ছদ্মনাম (Mr errOr) নামে এক হ্যাকার। গ্রে -হ্যাট এর এডমিন (rotation rotor) বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন আমারাই বাংলাদেশি প্রথম হ্যাকার যারা ইসরাইল এর ১৩৬০ টি অয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছি, ইসরাইলি সাইবার স্পেস হচ্ছে খুব ই শক্ত সাইবার স্পেস, তিনি আরো জানান মুসলিম দের উপর নির্যাতন করায় এই হামলা চালানো হয়, মুসলিম দের ওপর এই অত্যাচার বন্ধ না হলে তারা হামালা চালাতে থাকবে।