হ্যাকিং এ বিশ্ব সেরা হয়েছে বাংলাদেশি হ্যাকার HEXOLZWOLF.

বিশ্বের টপ হ্যাকার রেংকিং এর মধ্যে শীর্ষ স্হানে আবস্থান করছে বাংলাদেশী হ্যাকার ট্রিম HEXOLZWOLF। গত কাল রাত বাংলাদেশী হ্যাকারা ইন্ডিয়ান পাঁটি স্যাটেলাইট এর ওপর সাইবার হামলা চালায় HEXOLZWOLF নামক এই বাংলাদেশী হ্যাকার ট্রিম এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন Jon Root Coder বাংলাদেশী সাইবার স্পেশালিষ্ট। এর আগেও তিনি পাকিস্তান, ইন্দোনিশিয়া, নেপাল এবং ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়। গত কাল সাইবার হামলার পর INSAT-3DR, GSAT-6A, Astrosat, Cartosat-2C এবং IRNSS-1D নামক এই পাঁচটি স্যাটেলাইট হ্যাক হয়। ইন্ডিয়ান স্পেস সিপ গবেষকরা জানান তার গত কাল রাত ২:৩০ মিনিট এর পর থেকে একটার পর একটা স্যাটেলাইট এর কন্টোল তাদের হাত থেকে চলে যাচ্ছিলো। অতপর টানা ১৭ ঘন্টা পর হ্যাইজিং কৃত স্যাটেলাইটের মধ্যে চারটি স্যাটেলাইট INSAT-3DR, Cartosat-2C, IRNSS-1D, Astrosat উদ্বার করতে সক্ষম হয় ইন্ডিয়ান সরকার। রোবট কন্ঠে মাক্স পরা হ্যাকার চরিএে ১০ মিনিটি এর একটা ভিডিও ছাড়ে সবচেয়ে বড় ভিডি সেয়ার সাইট ইউিউব এ এবং ভিডিওতে বলা আছে যতক্ষণ না বাংলাদেশের মাহাকাশ থেকে ইন্ডিয়ান স্যাটেলাইট গুলো না সরাবে ইন্ডিয়ান সরকার ততক্ষণ পযন্ত অনবরত সাইবার হ্যামলা চলবে ইন্ডিয়ান স্যাটেলাইট গুলোর পর। অন্য দিকে বাংলাদেশী সাইবার ট্রিম HEXOLZWOLF কে সংবেদনা জানিয়েছেন বাংলাদেশী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইন্ডিয়ান সরকার এই পাঁচটি স্যাটেলাইট হ্যাকিং এর ফলে ২ মিলিয়ন ডলার আর্থিক লোকশানে পরে। আর অন্যদিকে আরেকটি স্যাটেলাইট এর সন্ধ্যান এখনো পাওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *