মিনহার মহসিন ফেসবুকে যদিও নিজেকে সেলিব্রেটি ভাবে প্রকাশ করেন। এবং দেশের বড় হ্যাকার হবার সুবাদে অনেক ফ্যান ফলোয়ার্সও তার।
সেই সাথে অনেক তরুনীর ও ক্রাশ সে। আর এই দূর্বল দিকটিকে সে কাজে লাগিয়ে মেয়েদের সাথে ইনবক্সে অশ্লীলতা ও নিজের নগ্ন ছবি পাঠান এবং মেয়েদের থেকেও তা তিনি সংগ্রহ করেন। কেউ দিতে আপত্তি করলে তাকে নানান ভয়-ভীতি দেখান তিনি।
এছাড়া কোনো মেয়ে তার কাছে সহায়তার জন্য আসলে তাকে লিটনের ফ্ল্যাটে যাবার জন্য প্রস্তাব দেন। না গেলে তাকে তিনি হেল্প করবেন না। এরুপ অশ্লীলতা তার চলতেই থাকে। অনেকে লজ্জায় তার প্রতিবাদ করতে পারছেন না।