নারায়নগঞ্জের চাষাড়ার টোকাই শানু গ্রেফতার।
গত বুধবার দুপুর ১২.৪৪ মিনিটের সময় টোকাই শানুকে এক বাগানের চিপা থেকে ৩ টি ছাগল নিয়ে ধরা পড়েছে।ছাগলগুলোকে শারিরিক নির্যাতন & ধর্ষন করে আধমরা করেছে সে।এলাকাবাসি গনপিটুনি দিয়ে উক্ত থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।জানা গেছে শানু প্রায়ই তার এলাকার পশুপাখি & ছোটো ছেলেদের এভাবে ধর্ষন করে।তার আসল নাম সোহানুর শামিম সিয়াম,ভার্চুয়ালে সে “আমি শানু” নামে পরিচিতো।বিভিন্ন মানুষের টাকা মেরে খেয়েছে এই টোকাই শানু।
তার নামে নায়ারনগঞ্জ সদর থানায় একাদিক ধর্ষন ও চুরির মামলা রয়েছে।