স্টাফ রোপটারঃ ২৪.০৫.২০১৮ ইং বৃহঃবার ৩:০০ টা
যানা গেছে গত বছর ২০১৭ সালে বাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্ম দিন অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছিলেন ঝিনাইগাতীর ছেলে নাজমুল হুদা (রকি) তার সূত্র ধরে রকির সাথে পুতিনের বন্ধু সূলভ সম্পর্ক গরে উঠে
২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল দেখতে ঝিনাইগাতীর রকি কে আবার আমন্ত্রন জানালো রাসিয়ার প্রেসিডেন্ট
পুতিন । জানা গেছে আগামী ২৬ জুন,,২০১৮ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২ টায় ডি গ্রুপ এর মধ্যকার ম্যাচ নাইজেরিয়া-আর্জেন্টিনা ভেন্যু সেন্ট পিটার্সবুর্গ অনুষ্ঠিত ম্যাচ দেখবেন ঝিনাইগাতীর ছেলে রকি আর তার সিনিয়ার ফ্রেন্ড বাশিয়ার প্রেসিডেন্ট পুতিন । আগামী ২৪ জুন ২০১৮ ইং তারিখ মঙ্গলবার রকির রাশিয়া উদ্যেশে দেশ ত্যাগের কথা রয়েছে ।