ফয়সাল তার বন্ধু ইমন, তানিম, তাজবির, অভি, পুস্পন এদের নিয়ে সকাল ১০ঘটিকায় ৩ টা বাইক সহযোগে পুটিবিলার উদ্দ্যেশ্যে রওনা দেন। পরে যাত্রাপথে ফয়সাল চালিত মোটরসাইকেল টি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে ইমন এবং তানিম নিজেদের গাড়ি থামিয়ে ফায়সাল-অভি কে উদ্বার করেন। অভি কে অক্ষত অবস্তায় উদ্বার করতে সক্ষম হলেও ফয়সাল কে অক্ষত ভাবে পারে নি। বর্তমানে ফয়সাল চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সম্পন্ন করে গ্রামের উদ্দ্যেশ্যে রওনা হলেন।