আজ ২৮ মার্চ রিফাহ্ নানজীবা রাইয়্যার ১ম জন্ম বাষিক

আপডেট: ২৮ মার্চ ২০১৮
স্টাফ রিপোর্টারঃ এ পার্থিব জগতে বিধাতার বিধানে জন্ম মৃত্যু চিরন্তন সত্য। তাই হয়ত কোনও এক কবি ব্যাকুল হৃদয়ে গেয়েছিলেন, “জন্মিলে মরিতে হবে জানিবে নিশ্চয়।” আজ এই দিনে তারই একটি (জন্মদিন) পালিত হতে যাচ্ছে তুমার জীবনে।
আজ থেকে ০১ বছর আগে ঠিক এই দিনে পৃথিবী যখন বঙ্গ জননির কোলে এক ঘনবর্ষার অঝোর বৃষ্টি ধারার স্নিগ্ধতা, শুভ্র পবিত্রতা আর মৌসুমি বায়ুর নির্মল মায়া ছড়িয়ে বঙ্গ জননীকে অপরূপ রূপে সাজিয়ে দোল খাওয়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেজে উঠেছিল এক নববার্তা, সে আর কিছুই নয়- তুমার আগমন বার্তা, তোমারই জন্মোৎসবের জয় ধ্বনি।সেই জন্মোৎসবে সবাই হেসে ছিল, একমাত্র তুমিই কেঁদে ছিলে।
আজ ০১ বছর পর ঠিক সেই দিনে পরম করুণাময়ের নিকট শুধু এই প্রার্থনাই করি, মহান স্রষ্টা যেন তোমাকে এমন শক্তি দান করেন যে শক্তির প্রভাবে তুমি হবে বিশ্ব নন্দিত এবং তোমার মানব জন্ম হবে সার্থক ও সুন্দর।
“শুভ জন্মদিন”
শুভেচ্ছা,অভিনন্দন ও প্রান ভরা ভালোবাসা জানিয়ছেন বাবা-মা,দাদা-দাদী,নানী, ফুপু-ফুপা খালা-খালু মামা-মামি ভাই-বোন, চাচা-চাচী।
উলেক্ষ যে রিফাহ্ নানজীবা রাইয়্যা ঢাকায় নারী ও শিশু হাসপাতালে ২৮ মার্চ ২০১৭ ইং, ১৪ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ২৮ জামাদিউস সানি ১৪৩৮ হিজরি, রোজ মঙ্গলবার, বিকাল ৩:৩০ মিঃ মোঃ নাজমুল হুদা রকি ও সাদিকা তাহরিন প্রিয়ার কোল আলোকিত করে রিফাহ্ নানজীবা রাইয়্যা এই ধরনীতে আগমন।
বাবা প্রশাসনিক কর্মকর্তা,এইচ কে এস এবং মা আর,টি বাংলাদেশ বেতারে কর্মরর্ত আছে।তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানা সদরে। রাইয়্যার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *