অতঃপর, চট্টগ্রামের অন্যতম ক্লাসি গ্রুপ “The Winkie Bonders” – এর C.E.O [Farabi Ahmed Seaan] বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

অবশেষে, অসংখ্য, অগণিত সংখ্যক প্রেম করার পর চট্টগ্রামের অন্যতম ক্লাসি, শত মেয়ের ক্রাশ
ফারাবী আহমেদ সিয়ান এর বিবাহের দিন ধার্য ঠিক করা হয়েছে। গোপনসূত্রে জানা গেছে যে, কিছুদিন আগে, তিনি কক্সবাজার ভ্রমণ করতে যান, ঐখানে গিয়ে এক তরুণীর উপর তিনি ক্রাশ খেয়ে উঠেন।
মেয়েটির নামঃ নাবিলা
নাবিলাকে দেখে তিনি আবেগাআপ্লুত হয়ে উঠেন। ধীরে ধীরে মেয়েটির সম্পর্কে তিনি বিস্তারিত জেনে নিলেন।
মেয়েটির বাড়ি কুমিল্লা। কক্সবাজারে পরিবারের সাথে ১ সপ্তাহের জন্য ঘুরতে আসছিলো। এরই মাঝে “সিয়ান” মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটির ফ্যামিলি উক্ত বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দেয়।
অতঃপর, এই বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর তাঁদের বিবাহ অনুষ্ঠিত হবে।
সিয়ানঃ সবাইকে আমার বিয়ের দাওয়াত রইলো। আর আমার সকল এক্স গফ কেও বিয়েতে ইনভাইট করতেছি। সবাই আসবেন কিন্তু_____

“উপহার নয়,
দোয়াই কাম্য”……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *