ঝিনাগাতী থেকে শীর্ষ মাদক ব্যাবসায়ী ফারুক গ্রেফতা।

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইগাতী,শেরপুরঃ
হিন্দুদের সবচেয়ে ধর্মিয় উৎসব দূর্গা পূজায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জগৎপুর দূর্গা পূজা মন্ডপ এরিয়া থেকে গত ২৮/০৯/১৭ তারিখে র‍্যাব-১৪ এর বিষেশ অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ফারুক(২৫) কে আটক করেছে র‍্যাব। এ ব্যাপারে ২৯/০৯/১৭ র‍্যাবের প্রেস ব্রিফিং এ ডিউটি অফিসার জানান। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে ফেন্সিডিল ও মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় পূজা মন্ডপ এরিয়ায় মাদকদ্রব্যের বিক্রির তথ্য পরে ঝিনাইগাতী উপজেলার জগৎপুর পূজা মন্ডপ এরিয়ায় অভিযান চালালে ফারুক (২৫) এক যুবক কে নেশা গ্রস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশি করলে একটি পলিথিনে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ মোঃ ফারুক মিয়া (২৫), পিতা-হাজী নুর হোসেন, সাং-ছোটমালিঝি কান্দা, থানা-ঝিনাইগাতী , জেলা-শেরপুর । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয় করে নিজ হেফাজতে মজুত রাখে এবং পরবর্তীতে তার গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে ক্রয়কৃত মাদকদ্রব্য শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট অর্থের বিনিময়ে পৌঁছে দেয় বলে স্বীকার করে। সে এক জন পেশাদার মাদক ব্যাবসায়ী। এবং মাদক ব্যাবসার সংজ্ঞে জরিত থাকায় এর আগেও তাকে বেশ কয়েক বার ডিবিপুলিশ গ্রেফতার করে কিন্তু আইনের ফাঁকফোকরে বেরিয়ে পরে আবার ব্যাবসা চালু করে তার এসব কর্মকান্ডে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা হিসেবে মাদক দ্রব্য আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব-১৪ এঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার এস আই সাজেদুল ইসলাম বলেন ,র‍্যাব-১৪ এর পক্ষ হতে মাদকদ্রব্য আইনে আমাদের কাছে মাদক ব্যাবসায়ী ফারুকের নামে একটি মামলা দায়ের করা হয়েছে, এ মামলায় ওই যুবককে ২৯/০৯/১৭ তারিখে জেল- হাজতে প্রেরন করা হয়েছে।