চিকিৎসার্থে মানবিক সাহায্যের আবেদন

মোঃ বাবেক আলী গ্রামঃ ঝিনাইগাতী বাজার গরুহাটি ঝিনাইগাতী,শেরপুর (জেরীন আর্ট, মোঃ শহিদুল ইসলাম (শহিদুল), সাহেবের বাড়ি সংলগ্ন)। বয়স প্রায় (৬০) বৎসর, পেশায় দিনমজুর,থাকেন ১৫০ টাকার ভাড়া করা ঘরে গরুহাটি সংলগ্ন মহারশী নদীর পাড়ে,কাজ করেতেন মাটি কাটার এখন শরিলে নানান রোগের কারণে চিকিৎসা খরচের অভাবে বহু কষ্টে দিন কাটছে। ৩ মাস যাবৎ কাজ করতে পারেন না। বিকল্প কোন আয় আয়ের কোন পথও নেই।পরিবারের যতটুকু সম্ভব তারা করে যাচ্ছে। এখন তার চিকিৎসা খরচ করার মত কিছু নেই বলেই চলে।চিকিৎসা খরচ, বাসা ভাড়াসহ সংসারের যাবতীয় ব্যয়ভার চালাতে গিয়ে ধার-দেনার মাজে হিমসিম খাচ্ছে। সুচিকিৎসা করতে পারছে না। জরুরিভাবে চিকিৎসার জন্য ডাক্তার পরামর্শ দেন।চিকিৎসা অবহেলার কারণে যেকোন মুহূর্তেই জীবন বিপন্ন হতে পারে। এখন কোথা থেকে যোগাড় করব টাকা? নেই কোন জমানো অর্থ সম্পদ এবং নিকটস্থ দানশীল আত্মীয়-স্বজন। তাই নিরুপায় হয়ে চিকিৎসার জন্য আজ সে সকল স্তরের মহৎ হৃদয়বান, দানশীল ধনী ব্যক্তি, সেবা সংগঠনসহ সরকারের নিকট জরুরিভাবে চিকিৎসা জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর জন্য- ০১৭৭০-৬৩৯২০১ (পার্সোনাল), ০১৯১১৭০০২০২-০ রকেট ডাচ বাংলা ব্যাংক । উপরোক্ত ঠিকানায় স্বশরীলে গিয়েও সাহায়্য দিতে পারেন
সার্বিক যোগাযোগ:০১৭৭০-৬৩৯২০১ ,,, ০১৯১১৭০০২০২,,,০১৭১১-৬৬৫৭৪৬,,,০১৯১৫১৮১১৫২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *