অবশেষে আল-আমিনকে খেয়ে দিলো রকি।শুকুরসি বেঙ্গলের পিছন দিক দিয়ে আসার সময় আজ রাত ৮ টার দিকে আলামিনের সাথে রকির দেখা হয়।আল আমিন রকির কাছ থেকে এই ঈদের সালামি চাইলে তাকে খেয়ে দেয় রকি।আমাদের রপোর্টার আলামিনের সাথে কথা বলতে গেলে আলামিন কথা বলতে চায় না।তবে অবাক করার ব্যাপার হলো যে তিনি এই ঘটনার জন্য স্থানীয় থানায় কোনো মামলা করেন নি।এবং অন্যদিকে আসামি রকি বেশ স্বাধীনভাবে এলাকায় ঘুরছে।এবং আলামিন তার ভয় ঘর থেকে বের হতে পারছেন না বলে গোপোন সূত্রে জানতে পারে আমাদের নিউজ রিপোর্টার।তবে এ ব্যাপারে আসামী রকি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।কিন্তু ঘটনা স্থলে ছিলেন আলামিনের বন্ধু সোহাগ,নাঈম,শাহাবুদ্দিন এবং শিবু ভাই।