গতকাল হসছ১৭ গ্রুপের Admin হাজারো বালিকার ক্রাশ,বল্টুর বাপ ইভান একটি অসহায় মানুষের টাকা মেরে খেয়েছেন। আজ রাব্বি নামক এক বালক ইভানের ববিরুদ্ধে এই অভিযোগ আনেন।তিনি প্রমাণ হিসেবে ২ টা স্ক্রিনশট দিয়েছন, যাতে দেখা যায় ৫০০ টাকার বাজি ধরার কথা বলা হয়।যাতে ইভান হেরে যায়। বিষয়ের সত্যতা শিকার করেছেন তিনি…গ্রুপের পুলিশ সুপার obaidur এর সঠিক বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন। গ্রুপের আম মেম্বার এরা চায় এর যেনো সঠিক বিচার ও তদন্ত হয়।