স্টাপ রিপোটার:- টাংগাইল জেলা সখীপুর পৌরসভার দুইবারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা জননেতা আবু হানিফ আজাদ এর সাথে ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন গত ২২শে জুলাই দেশে ফিরে ঈদের তৃতীয় দিন সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতে মেয়র বলেন তার স্বপ্ন সখীপুর পৌরসভাকে পরিস্কার নগরী হিসেবে জনগণের কাছে তুলে ধরতে চান।পৌরবাসির ভালবাসায় তিনি মুগ্ধ ।বাকি জীবন তিনি জনগণের ভালবাসায় বেঁচে থাকতে চান।