বাহুবলী ৩’এ হিরো আলমের বিপরীতে দেখা যাবে ঢাবি ছাত্রি কানিজ!

আসন্ন ঈদে বাংলা সিনেমায় এক চমকের সংযোজন ঘটতে চলেছে।বাংলা সিনেমার কিংবদন্তী হিরো আলম আমাদের ‘বাহুবলী ৩’ উপহার দিবেন। আর এ মুভিতে তিনি পার্টনার হিসেবে বেছে নিয়েছেন ঢাবি ছাত্রি কানিজকে। ছবিতে প্রথম বলিউড অভিনেত্রী দীপিকে বেছে নিলেও হিরো আলম দীপিকাকে বাদ দিয়ে কানিজকে বেছে নিয়েছেন। এই মুভিতে পার্শ্ব নায়ক হিসেবে দেখা যাবে প্রবাসকে ও পার্শ্ব নায়িকা হিসেবে তামান্নাকে। এই মুভির মাধ্যমেই সিনেমা জগতে পা রাখতে চলেছেন কানিজ। এ নিয়ে তিনি খুব উত্তেজিত। মুভিতে দারুন দারুন এ্যাকশনের সমন্বয় ঘটেছে। এক পর্যায়ে দেখা যাবে হিরো আলম তার নায়িকাকে নিয়ে সুবিশাল এক তলা বাড়ির ছাদ থেকে ঝাপিয়ে পড়ে। বর্তমানে তারা গানের শুটিংয়ে ব্যস্ত। গানের লোকেশন হিসেবে বেছে নিয়েছেন গুলিস্তান,সায়েদাবাদ ও যাত্রাবাড়িকে। ব্যয়বহুল এ মুভিতে সর্বমোট ২৮৭৩২ টাকা খরচ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *