নেতা হিসাবে এস এম জাহিদ ভাইকে পেয়ে আমরা আসাবাদি…সোলাইমান খান

ঢাকার খুব কাছের একটা জেলার নাম মানিকগঞ্জ।মানিকগঞ্জ এ তিনটি আসন রয়েছে।এর মধ্য মানিকগঞ্জ ১ আসনে বর্তমান mp হিসাবে রয়েছেন, নাইমুর রহমান দুর্জয়।এই আসন টির বর্তমান অবস্হা খুবি খারাপ।বর্তমান mp জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছেন।সাধারন জনগন থেকে শুরু করে সবার এখন একি ভরসা এস এম জাহিদ।স্বাধীনতার পর থেকে এই আসনের কোনো নেতা এত জনপ্রিয় হয়েছে বলে আমার জানা নাই।সবাই আসাবাদি আগামী নির্বাচনে শুদু মাত্র এস এম জাহিদ নমিনেশন পেলেই এই আসন টি নৌকার জয় হওয়ার সম্ভাবনা আছে,অন্য কেউ পেলে পাস করাটা হবে কষ্টকর।উলেক্ষ্য এস এম জাহিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সদস্য,।বিকত দিনে তার উন্নায়ন মুলক কাজগুলো মানুষ এর হৃদয়ে যায়গা করে নিয়েছে।শিতবত্র,ঈদ বত্র,বন্নায় সময় ত্রান,বিভিন্ন স্কুল কলেজ,মসজিদ,মাদ্রাসায়,রাস্তাঘাট অনুদান প্রসোংসোনীয়।তিনি মানিকগঞ্জ ১ আসনকে দুর্নিতী মুক্ত,মডেল আসন করবেন বলে আসাবাদী।ঈদের দিন ও তাকে দেকতে পাওয়াযায় সাধারন জনগন এর মাঝে।কুশলবিনিময় করেন নেতাকর্মী দের সাথে।মানিকগঞ্জ ১ আসনের আওয়ামীলীগ, যুবলীগ,ও ছাত্রলীগ, ও বাংলাদেশ আওয়ামীলীগ এর অন্যান্য সহোযোগী সংগঠন গুলোর কাছে এক মাত্র প্রিয় নেতা,এস এম জাহিদ।তিনি সপ্নদেখিয়েছ মানুষকে।ভালবেসেন মানুষকে তাই তো তার জনপ্রিয়তা এতটা।ইংশাআল্লাহ। এস এম জাহিদ ভাই এর জন্য দুয়া ও ভালোবাসা রইলো।যেনো উনি mp.হয়ে সাধারন জনগন এর লালিত সপ্নগুলোকে পুরন করতে পারে।যাতে আমরা পাই সুন্দর,নেশা আর দুর্নিতী মুক্র একটি মানিকগঞ্জ। লেখক:সোলাইমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *