নিজেস্ব প্রতিনিধি : ঝিনাইগাতি উত্তরন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিবার্চন-২০১৭ ইং এর ব্যবস্তাপনা পরিষদের নিবার্চনে ট্রেজারর পদে শ্রী প্রমোদ চন্দ্র রায় কে নিবার্চিত করায় অত্র সমিতির সকল সদস্য/সদস্যা ও ডেলিগেটদের আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও কৃজ্ঞতা প্রকাশ করেন শ্রী প্রমোদ চন্দ্র এর বন্ধু মহল
শ্রী প্রমোদ চন্দ্র রায় বলেন আমাকে নিবার্চিত করেছেন আমার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি এই সমিতির সদস্য/সদস্যা তথা সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমি সমিতির সদস্য/সদস্যা ও ডেলিগেট দের আশার প্রতিফলন ঘটাবো।তিনি আরো বলেন যে মানুষ মাত্রই ভুল হয়, আমিও এর উর্ধে নয়,কোন ভুল করি আপনারা আমাকে ধরিয়ে দিবেন ও দিক নিদেশনা প্রদান করবেন, আমারকে যে গুরুত্বপূর্ন দায়িত্ব আপনাদে দিয়েছেন আমি যেন যথাযথ ভাবে পালন করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া চান।এবং পরিশেষে অত্র সমিতির সকল সদস্য/সদস্যা ও ডেলিগেটদের আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও কৃজ্ঞতা প্রকাশ করেন শ্রী প্রমোদ চন্দ্র রায়।