নিজেস্ব প্রতিনিধি : ঝিনাইগাতি উত্তরন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নিবার্চন-২০১৭ ইং এর ব্যবস্তাপনা পরিষদের নিবার্চনে
ট্রেজারর পদে শ্রী প্রমোদ চন্দ্র রায় এগিয়ে।
সরজমিনে এক জরিপে এমনটাই ফল এসেছে। অনেকের সাথে কথা বলে যানা জায় যে তিনি অত্যন্ত সৎ, আস্থাভাজন, এবং সাবেক সফল ট্রেজারার হিসেবে সমিতির সদস্য দের কাছে পরিচিত। তাই এবারো এই গুরুত্ব পূর্ণ পদে সমিতির ডেলিগেটর ও সদস্যরা তার উপর আস্থা রাখতে চান। পক্ষান্তরে শ্রী প্রমোদ চন্দ্র রায় বলেন আমি নিবাচিত হলে এই সমিতির সদস্য তথা সমিতির উন্নয়নের জন্য কাজ করে যাবো। আমি সমিতির সদস্য ও ডেলিগেট দের আশার প্রতিফলন ঘটাবো। তিনি সকলের কাছে দোয়া চান। এবং ভোটারদের কাছে তার মোবাইল প্রতীকে ভোট প্রাথনা করেন।