২০১৩ সালের ২৮ জানুয়ারী বিপুল পরিমান বোমা এবং বোমা প্রস্তুতকারক সরন্জাম নিয়ে হাতনাতে ধরা পড়েন চাঁদপুরের হাজীগন্জ ডিগ্রী কলেজের ছাত্রদল সভাপতি এস এম সামছুজ্জামান নাঈম। গত মাসের ৩১ তারিখ কারামুক্তি পেয়ে তার কাছে জানা গেল সে হাজতে বসেও তারপর সহপাঠীদের বোমা প্রস্তুত করার পদ্ধতি শিখিয়েছেন।