সোদপুরে জঙ্গি নাশকতা নিয়ে রক্ষাকর্তার যুদ্ধ। চারদিকে জঙ্গি রাজ। তার মধ্যে আবির্ভাব রক্ষাকর্তার। তারপর প্রচন্ড যুদ্ধ। এই নিয়ে সুনিল দামের নতুন ছবি ‘রক্ষাকর্তা’। এই ছবিতে পবমব্রত ও রুদ্রানিল র সাথে দেখা যাবে আরও অনেক নতুন মুখ। তাদের মধ্যে অন্যতম হল খরদহ পানশিলার ইন্দবীর বনিক । আকাশ দেখা পত্রিকায় দেওয়া ইন্টারভিউতে সুনীল দাম ইন্দ্রবীর বনিকের খুবই প্রশংসা করেন। তিনি আরও বলেছেন যে প্রথম দেখাতেই তার তাকে পছন্দ হয়। নায়িকা লায়লা প্রিতী সেনের সাথে তাকে অভিনয় করতে দেখা যাবে। কিছু ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ও হয়ে গেছে ইন্দবীর এবং লায়লার। এই ছবিটা মুক্তি পেতে চলেছে কালি পুজোয়। কেউ কিছু মনে করবেন না একটি প্র্যাঙ্ক। মজা করার জন্য দুঃখিত।ধন্যবাদ।