গত কয়েক মাস যাবত দেশের অত্যন্ত ৬টি ব্যাংক থেকে একদল হ্যাকার প্রায় ২কোটী টাকা হাতিয়ে নিয়েছে! এতো দিন গোয়েন্দাদের অটুট চেষ্টায় জানা গেছে যে, এই দল হ্যাকার প্রায় ৬মাস যাবত একটি সিম ব্যবহার করছে।
যদিও এই সিম এহসান তালুকদার ভোটার আইডি ধারা সংযুক্ত তবে এই সিম এর ব্যবহারকারী তানিয়া ইয়াসমিন।
তবে আবার কেউ কেউ ভাবছেন এই সিম ক্লোন করা হয়েছে, কারণ ব্যবহার কারি তানিয়া সবে মাত্র এস এস সি পাস করেছেন।
তার পরেও আরেক দল বিশেষজ্ঞ ভাবছেন এতে তানিয়ার হাত আছে উনি নাকি এ থেকে কিছু অংশ নিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের ৪২০ আইন অনুযায়ী তানিয়া ইয়াসমিন কে ১০লক্ষ জরিমানা সহ ২ বছরের জেল হতে পারে। দু একদিনের মধ্যে তাদের বাসায় এই চিঠি চলে যাবে