সাবিহার প্রেমে ক্রিকেটার সাহারিয়ার হোসেন ❤🔥👌

সৌভাজ্ঞবান সেই মেয়েটির পুরো নাম সাবিহা তারান্নুম সুস্মি। .. 😍
তাদের পরিচয় ঢাকার মগবাজার থেকে।
তারা একই কোচিংএ পড়তো ।
মেয়েটি ছিল সাহরিয়ারের ২ বছরের জুনিয়র।
বরাবরই মেয়েটির প্রতি অনেক দুর্বল আমাদের সাহারিয়ার সাহেব।
রোজ তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন রাস্তায় (কোচিংয়ের বাইরে) ..
সাহারিয়ার দিলো এইচএসসি (HSC) , একই বছর সাবিহা দিলো এসএসসি (SSC)
SSC শেষ হতে না হতেই সাবিহার পরিবার এলাকা বদল করে চলে যায় মিরপুরে। .
মিরপুর সাড়ে এগারোতে নিজেদের পুরোনো বাড়িতে উঠে মেয়ের পরিবার।
..
তারপরও হাল ছাড়েনি সাহারিয়ার। .সে চেষ্টা অব্যাহত রেখেছে। .
হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছে সাবিহাকে …
সাবিহার জন্ম তারিখ ২৩ নভেম্বর। ..তাই শাহরিয়ার তার সব জার্সিতে জার্সি নাম্বার হিসেবে ২৩ কেই বেঁচে নেয় সবসময় …❷❸
প্রতিদিন প্রপোজ করেন সাবিহাকে। ..কিন্তু সাবিহা উল্টা পাল্টা উত্তর দেয়….কষ্ট পায় সাহারিয়ার কিন্তু কিছু বলে না মুখ খুলে। …শুধু হাসে 😇
এখন তারা শুধু ফেসবুকেই কথা বলে , ছেলেটি এখনো মেয়েটিকে পটানোর অনেক চেষ্টা করছে।
.আমরা সবাই আশা করবো সাবিহা একদিন শাহরিয়ারকে Positive Reaction দিবে 😇❤👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *