এক বিশেষ খবরে জানা যায় যে গতকাল তারাবীর নামাজের পর বৈদ্যতিক গীটারের তীব্র ঝঙ্কারে নগরীর টুটপাড়া এলাকার দুটি ভবনে বিরাট ফাটল দেখা গিয়েছে। জানা যায় যে,খ্যাতনামা ডেথ মেটাল ব্যান্ড ওমুক এর গীটারিস্ট তুনান এর গীটার থেকে এই তীব্র রিফ এসেছে।ধারনা করা হচ্ছে ভবন দুটি বেশ পুরাতন হওয়ায় এই কম্পন সহ্য করতে পারেনি।দুটি বাড়ির মধ্যে একটি তাদের নিজেদের এবং অন্যটি তাদের প্রতিবেশী এক ভন্ড পীর ভক্তের।ঘটনার পরে এলাকার লোকজন বেশ উৎকন্ঠিত হয়ে পড়ে।তৎক্ষনাৎ প্রতিবেশী ভবনটির এক মধ্যবয়ষ্ক পীরভক্তকে জিজ্ঞাসাবাদকালে তিনি জানান যে সারাদিন রোজা রেখে ঘটনার সময়ে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন ।এমতবস্থায় তিনি শৌচাগারের পাইপ লাইনে উদ্ভট শব্দ শুনতে পান এবং এক মুহুর্ত বিলম্ব না করে ওই অবস্থাতেই বাইরে চলে আসেন।তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে খ্যাতনামা ডেথমেটাল ব্যান্ড ওমুকের গীটারিস্ট তুনান এর সাথে ঘটনার পরপরই সাক্ষাৎকার নেওয়া হয়।তিনি জানান যে ইফতারের পর তিনি তার গীটারে ভালো ছেলের মতো হালকা একটু বোল্ট থ্রোয়ার বাজাচ্ছিলেন।এমন সময় পাশের ভবনটির ভক্তবৃন্দের চিৎকারে তিনি থেমে যান।সারাদিন রোজা রেখে কিছু বুঝে উঠার আগেই তিনি আসল ঘটনা বুঝতে পারেন।তবে তিনি বলেন ঘটনা এমনটি হওয়ার কথা ছিল না।এটি মোটেও কাম্য নয়।প্রতিবেশী বাড়িটির মালিক এতে বেশ রেগে যান এবং উত্তেজিত হয়ে পড়েন।পরে তুনান প্রতিবেশী ভবনটির ক্ষতিপূরনের দায়িত্ব নেন এবং একথা শুনে পীরভক্ত ভবনটির মালিক চুন্নু চাচা তুনানকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেলেন।
তবে সব শেষে তুনান বলেন যে সামনে এমন কম্পনের রিফ আরোও শোনা যাবে কারন খুব শীঘ্রই তিনি তার গীটারে ই এম জি ৮১/৮৫ পিকআপ স্হাপন করবেন।এজন্য তিনি সবাইকে সাবধানে থাকতে অনুরোধ করেন।