বীর মুক্তি যোদ্ধা জননেতা আবু হানিফ আজাদ দুইবারের সফল মেয়র সখীপুর পৌরসভা,টাংগাইল।উনার একমাএ সন্তান হাসান আজাদ রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে চাঁদা-বাজি,টেন্ডার বাজি,সান্ত্রাসী কর্মকান্ড করেন না।কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেন না।হাসান আজাদ মানব সেবা করতে ভালবাসেন।রাজনৈতিক কোন পদের জন্য নয়,জনগনের ভালবাসা অর্জনের জন্য।হাসান আজাদ জনগনের ভালবাসা নিয়ে সারাজীবন বেঁচে থাকতে চান। পিতার আর্দশে নিজেকে গড়তে চান।