মগবাজার নায়াটলা অধিবাসী কাজি পিয়াল, আজ ভোর বেলা পাশের বাড়ি থেকে মুরগি চুরি করতে গিয়ে জনতার কাছে ধরা খায় এতে জনগোন ব্যপক ধোলাই দেয় আর পুলিশ এর কাছে দিয়ে দেয়।রমনা থানায় এমন কাজ অনেক দিন ধরে করে আসছিলেন আর তাই সবাই এই মুরগি চোর ধরা পরায় সবাই উচ্ছাস প্রকাশ করেছে।