mp দুর্জয় এর বিভিন্ন অন্যায় আবদার,ও তার বিভিন্ন অন্যায় এর সাথে একত্বতা প্রকাশ না করায়,অন্যায় এর প্রতিবাদ করায়,জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুর সালাম ও এস এম জাহিদ এর প্রগ্রামে উপস্হিত হওয়ার কারনে ,দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান চকমিরপুর ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে বিজয়ী জনগণের প্রিয় মুখ চেয়ারম্যান Shafiqul Islam কে অস্হায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।প্রতিক্রিয়া এলাকাবাসি বর্তমান mp কে বর্জন ঘোষনা করেন,এবং দ্রুত তার উপর আনিত মিথ্যা অভিযোগ থেকে অব্বাহতি দিয়ে,তার দায়িত্বে পুনোবহল করা দাবি জানিয়েছে।