ভাল ছেলের আড়ালে ভয়ঙ্কর মুখোশ

মেহেদী হাসান এলেঙ্গা রাজাবাড়ী গ্রামের শাজাহান মোল্লার ছেলে । সবার কাছে ভাল ছেলে হিসেবে পরিচিত থাকলেও আড়ালে ছিল এক ভয়ঙ্কর মুখোশ । সব ধরণের খারাপ কাজের লিড দিত এই মেহেদী । টাংগাইল র‍্যাব ব্যাটালিয়েন এর এক গোপন তদন্তের মাধ্যমে তার ভাল মানুশের আড়ালে এক ভয়ঙ্কর রুপ প্রকাশ পায় । অস্র ব্যাবসা , গাঁজা , মদ , হিরোইন , ইয়াবা এই সব এর ব্যাবসা করত সে । আজ সকালে র‍্যাব এর এক অভিজান এ তাকে ভোর সকালে থানাইয় ধরে নিয়ে যাওয়া হয়েছে । তার বাবা মা কেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাও্যা হয়েছে । র‍্যাবের মিজানুর রহমান বলেন আদালত এ নিয়ে রিম্যান্ড এর আবেদন করা হবে তারপর আরো অনেক তথ্য বের হয়ে আসবে । এলাকার বাচ্ছাদের সাথে সবসময় ভালো মানুশ সেজে থেকে আড়ালে ভয়ঙ্কর কাজ করে বেড়ানোর জন্য তীব্র নিন্দা প্রকাশ করছে সবাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *