আজ পচিশে মে ২০১৭ বান্দরবান ছাড়লো বান্দরবান ক্যান্ট পাবলিক কলেজ এর এইচএসসি ২০১৭ ব্যাচ এর শিক্ষার্থীরা।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে সারা শহর জুড়ে। এই উপলক্ষে জেলা প্রশাসক এর অফিসে এক শোক সভা আয়োজিত হয়।
সারেজমীনে তদন্ত করতে গিয়ে জানা যায় বান্দরবান ছাড়ার আগে কয়েকদিন তারা প্রচুর আনন্দ করে। বিদায় কালে এক আবেগঘন পরিবেশ সৃষ্ট হয়। সাধারন জনতা তাদের আরো কিছুদিন থেকে যাওয়ার আহবান করেন।
তবে ব্যাস্ততার কারনে আর বান্দরবান থাকা সম্ভব নয় জানিয়ে তারা বান্দরবান ত্যাগ করে।
অত্র ব্যাচ এর শিক্ষার্থী মিস্টার গালিব প্রতিবেদককে বলেন, ” বান্দরবান আমাকে রাজা করছে, আমি এই শহরের দুলাভাই। এই শহরকে আমি অনেক মিস করব ”
আমরা এই ব্যাচ এর শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করি….