“স্বপ্ন মানুষকে বড় করে” !!
এই কথাটি প্রমান করে দিল, বাংলাদেশের ইউনিভারসিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ এর মেধাবি ছাত্র ফজলে হাসান রাব্বি । এলকায় এবং বন্ধুরা সবাই তাকে ফজলু নামেই ডাকেন । তার চিকুনগুনিয়া জ্বরের কারনে আমাদের রিপোর্টারের সাথে তার কথা হয়নি কিন্তু সংলিষ্ট ইউনিভারসিটি এবং তার বন্ধুদের তথ্যমতে, ইউনিভারসিটির প্রথম সেমিস্টার থেকেই ‘ফজলু’ পড়া লেখার প্রতি প্রচণ্ড আগ্রহী এবং একাধারে আবেগি ছিল । শুধু আইন নিয়েই তার শেষ নয়, সে একাধারে একজন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে, যার কারনে বন্ধু মহলে “গলির নেতা” হিসেবে তার বেশ সুখ্যাতি আছে। যাকে বড় ছোট সবাই সুখে-দুঃখে এবং ভাল খারাপ সব কাজেই তার বেশ নাম ডাক আছে এবং সশরীরে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। আছে স্থানীয় পৈশাচিক প্রভাব।
সবকিছুতেই যেমন তার প্রভাব আছে, তেমন পড়াশুনায় তার বিশাল একছত্র আধিপত্য। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের আইডল হিসেবে ইতিমধ্যে তার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পরেছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে এবছর সেরা রেজাল্টের অধিকারী সে। ইতিমধ্যেই ইউরোপের নামিদামি ইউনিভার্সিটি থেকে তার জন্য বৃত্তি প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। যার মাঝে আছে- অক্সফোর্ড এবং হার্বার্ড ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।
কিন্তু ফজলু তার ছোট বড় গলির ভাইদের কথা বিবেচনা করে তার বৃত্তি সম্পর্কে ইতিমধ্যে না সূচক বলে দিয়েছেন। সে নিজ দেশে এবং স্থানীয় গলিতেই কিছু করতে চান, সেই সাথে বড় এবং ছোট ভাইদের তৈলমর্দনের মাধ্যমে তাদেরকে আলোর দিশারী হিসেবে গড়ে তুলতেচান। বন্ধুদের ভাষ্যমতে সে-
#সোহাগঃ- ফজলু একজন একাধারে মেধাবী ও সাহসী গলির নেতা।
#রিপনঃ- আমার দৃষ্টিতে ফজলু একজন ছোটখাটো আইনবিদ এবং একাধারে ভিন্নধারার রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে।
#মাহমুদঃ- ঊনবিংশ শতাব্দীর পর এমন মেধাবী আইনবিদ ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আমার জানামতে ছিলনা এবং এখন পর্যন্ত নেই।
#ইন্দ্রাণীঃ- ফজলু একজন আড্ডা প্রিয় বন্ধু, কালামের চায়ের দোকানের প্রতিটি কাপে সে ঝড় তোলে আইন বিষয়ে।
সর্বশেষ তার আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষিকদের ভাষ্যমতে- ফজলে হাসান রাব্বি ওরফে ফজলু একজন মেধাবী এবং সৃজনশীল ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি ডিপার্টমেন্টের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম গুলোতে তার ভূমিকা এবং লিডারশীপ সত্যিই অতুলনীয়। বিভিন্ন কাজে তার সুনামের পাশাপাশি দুর্নামও আছে যাহা বিরোধী এবং ভিন্নমতাবলম্বীদের কারসাজি বলে ভার্সিটি ধরে নেয়।
সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সাফল্য কামনা করছেন।
এই বছর ফ্রান্সে “ইউথ ফর বেটার লিডারশীপ” কনফারেন্সে বাংলাদেশ আইন ছাত্র পরিষদ থেকে অংশগ্রহণ করবে বলে প্রাইভেট ইউনিভার্সিটি আইন পরিষদ এবং বাংলাদেশ বার এসোসিয়েশন জানিয়েছে। সেই সাথে তার লিডারশীপের সাফল্য কামনা করছেন।
তথ্যসূত্রঃ প্রাইভেট ইউনিভার্সিটি আইন ফোরাম এবং ইউজিসি