ফেসবুকের জনপ্রিয় মুখ Ameer Hasan ওরফে আলেকজান্ডার আমীর তীব্র কমেন্টস আক্রমনের শিকার ।।

গ্রীস দেব খ্যাত জনপ্রিয় ফেসবুকার জনাব আলেকজান্ডার আমীর প্রকাশ Ameer Hasan ক্ষমতাসীন দলের একজন একনিষ্ঠ সমর্থক । দীর্ঘ দিন যাবৎ তিনি ফেসবুকের মাধ্যমে একটা প্রতিবাদী প্লাটফর্ম গড়ে তোলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ কীর্তি ছাত্রটি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও একজন একটিভ ফেসবুকার হিসেবে নিয়মিত পোস্ট-কমেন্টস করে যাচ্ছেন ।

বেশি ভালোবাসার ফলাফল কখনোই ভালো নয় ! সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রীস ন্যায়ের দেবি থেমেসের ভাস্কর্য অপসারণ নিয়ে একটা আবেগ মাখা পোস্টে তিনি দেবির মুখ দিয়ে- মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া সম্পর্কে কিছু একটা কষ্টের কথা উচ্চারণ
করেন । প্রথম দু’দিন ভালোই লাইক-কমেন্টস আসতে থাকে । কিন্তু গতকাল গনেশ উল্টে যায় । জনাব Ameer Hasan সাহেব পোস্টের টেম্পার ঘটিত গোলমালে চৌধুরী সাহেব , সেলিনা হোসেন, রাজিয়া ডিউ প্রভৃতি পুরানো বন্ধুরা জুনিয়র টিম সহ সদলবলে বুলেট কমেন্টসের মাধ্যমে জ্বালাময়ী আক্রমন করে যাচ্ছিলেন ।😎

ফেসবুক থেকে স্বাধীনতা বিরোধীরা নিয়েছে বিদায় ।
সরকারি দলের কর্মীরা তাই মেতেছে আজ তুমুল সংঘাতে !!

নুরুল আমিন ।।
ঢাকা ৩১/০৫/২০১৭ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *