প্লাস্টিক সার্জারি করিয়ে ফেললেন মাল তালুকদার ওরফে তীর্থ তালুকদার

ছবির বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তীর্থ তালুকদার ওরফে মাল তালুকদার। তিনি গননাতীত ক্ষমতার অধীকারি। তিনি একাধারে মেধাবী ছাত্র, ফুটবলের একনিষ্ঠ ভক্ত, Football Fans Of Gobindaganj™ নামক ফেসবুক গ্রুপের Admin, গোবিন্দগঞ্জে গার্লসের মোড় এবং, রাজমতি মার্কেট তথা শয়তানের মোড়ে মেয়েদের কাছে সুপরিচিত মুখ।
যেকোনো সময়ে যেকোনো মেয়ে বিপদে পড়লে তিনি সাহায্যের জন্য ইয়া লম্বা হাত বাড়িয়ে দিতেন।

কিন্তু একি হল তার!!! তিনি রাতারাতি প্লাস্টিক সার্জারি করিয়ে ছেলে থেকে মেয়েতে রুপান্তরিত হয়ে গেলেন। সরেজমিনে উপরিউক্ত এলাকা গুলি পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, এসব এলাকায় অতীতে তার সরব উপস্থিতি ছিল কিন্তু এখন কোন জায়গাতেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসবকিছুর সত্যতা যাচাইয়ের জন্য তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, তার নাম্বারটি সুইচড অফ পাওয়া যায়। এবং তার বাড়িতে গেলে বাড়ির মূল দরজা তালাবদ্ধ পাওয়া যায়। তার এহেন আচরণে আমরা আন্তরিক ভাবে হতাশ।

গোপন কিন্তু অত্যন্ত বিশ্বস্ত সুত্রে খবর পাওয়া গেছে, তিনি এইবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লেখাবেন। সেজন্যই মুলত প্লাস্টিক সার্জারি করানো।

তীর্থ তালুকদারের ফেসবুক আইডির লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100009212438290

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *