বেশি প্রেম করাকে কেন্দ্র করে রিকেল চাকমা এক মেয়ের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছেন । রিকেল চাকমাকে ছেড়ে অপর এক ছেলের সাথে ভালোবাসা আদান প্রদান করছেন চলে জানতে পেরে রিকেল অসুস্থ হয়ে এখন হসপিটালে কাটরাচ্ছেন।।রিকেল চাকমাকে ফোন দিয়ে যোগাযোগ করা হলে তিনি কিছু কথা বলে পরে ফোন কেটে দেন।। তিনি জানান প্রেমিকা তাকে ছেড়ে অপর ছেলের সাথে প্রেম করছেন জানার পর তিনি অসুস্থবোধ করেন।।পরে তাৎক্ষণিক হসপিটালে ভর্তি করা হয়।