প্রকাশ : বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা আপলোড : ২৪ মে, ২০১৭ ০২:২৯ প্রিন্ট করুন printer প্রাথমিকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পাচ্ছেন ১৬ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণে সহকারী শিক্ষকদের মধ্য থেকে ১৬ হাজার শিক্ষককে চলতি দায়িত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল ঢাকা জেলার ৮৭ শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দিয়ে এ কার্যক্রম শুরু করেছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে ১৬ হাজার শূন্য পদে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হবে। প্রধান শিক্ষকের পদটি দুটি প্রক্রিয়ায় পূরণ করা হয়। এর মধ্যে মোট শূন্য পদের ৩৫ শতাংশে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সরাসরি নিয়োগ হয়। আর ৬৫ শতাংশ ক্ষেত্রে সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *