পরকীয়া করতে গিয়ে গণধোলাই খেয়ে হাসপাতালে (আই.সি.ইউ) তে মুস্তাক(দেখুন ছবিসহ)

গতকাল রাতে মিরপুর ২ এর স্থায়ী বাসিন্দা মুস্তাকিম পরকীয়া করতে গিয়ে এলাকার লোকজনের হাতে ধোলাই খেয়ে মারাত্মক আহত।
কলফুরেন্নেসা নাম্নী এক ষাটোর্ধ মহিলার সাথে নাকি মুস্তাকের অনেক দিনের সম্পর্ক।কিন্তু গতকাল রাত্রে সে কলফুরেন্নেসার সাথে পরকীয়া করতে গিয়ে তার স্বামী আবুলের কাছে ধরা খায়।পরে আবুল স্থানীয় জনতাকে ডেকে আনে সবাই হাতে নাতে দেখতে পায়,উত্তেজিত জনতা এরপরে শুরু করে ধোলাই। এরপর রাত আনুমানিক ১১ঃ৩০ এর দিকে তার কয়েকজন বন্ধুর সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এই বিষয়ে প্রত্যক্ষ্য দর্শী সাইফ জানান,দীর্ঘদিন ধরেই নাকি মুস্তাকিম ঐ ঘরে প্রায়ই যাতায়াত করতো,বিশেষ করে যখন তার স্বামী বাড়িতে থাকতো না।একদিন এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা তা আবুল কে জানায়।আবুল গতকাল হাতে-নাতেই তা দেখতে পায়।এই ঘটনার পর এলাকা জুড়ে তীব্র উত্তেজনা শুরু হয়।বিশেষজ্ঞরা মনে করছেন,এই এলাকায় এমন অনেক সম্পর্ক থাকতে পারে।
জনরোষ থেকে বাঁচতে তার বেশ কয়েকজন বন্ধু গা-ঢাকা দিয়েছে।মুস্তাকিমের গফ রাবেয়া বিন্তে কবিরের দাবি, সবাই মুস্তাকিম কে ফাঁসানোর চেষ্টা করছে।তার মতে,মুস্তাকিম খুবই সহজ সরল ছেলে।সে কখনও এমন কাজ করতে পারে না……(বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *