নদীর পাড়ে ঘুরতে গিয়ে কয়েকটি মেয়েকে ইভটিজিং করায় চাঁদপুর সরকারী মহিলা কলেজের মেয়েদের হাতে মাইর খেল দুই বন্ধু। তারা হলেন- রিফাত হোসেন ( রিফাত অাপু ) ও ফরিদুল ইসলাম শিহাব ( ডেঙ্গা শিহাব )। গত ১৪ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে সকাল ১১ টায় চাঁদপুর নদীর পাড়ে তারা ঘুরতে যায় এবং সেখানে তারা মেয়েদের টিস করে, এবং নোংরা কথা বলে, সেখানে চাঁদপুর সরকারী মহিলা কলেজের কয়েকটি মেয়ে উপস্থিত ছিল। তারা বিষয়টি দেখে সতর্ক করে, কিন্তু তারপর ও তারা একই কাজ করতে থাকে, এক সময় মেয়েরা বিরক্ত হয়ে ২ লম্পট কে ধরে প্রচন্ড মারধর করে এবং নদীর পানিতে চুবায়।