জানা গেছে দেবারতি বিশ্বাস নামে একজনের প্রেমে হাবুডুবু শাওন।অবশেষে জানা গেল দুজনই একই ডিপার্টমেন্ট এ অধ্যয়নরত। কেমিকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাএ ছাএী তারা। চ্যানেল ৩৪ নিউজ শাওন কে জিঙ্গাসাবাদ শেষে শাওন জানাল তার ভালবাসার কথা। জানা গেছে দেবাও নাকি শাওন কে কথা দিয়েছে।