মগনামা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর মৃত মাহাবুব আলমের পুত্র সোলতান মোহাম্মদ রিপুন (৩২) কে ২৭/০৫/২০১৭ ইংরেজী তারিখ রাত ১১:৫৬ ঘটিকার সময় একটি কালো মাক্রুবাজ থেকে দু হাজার ইয়াবা পিস ও সাথে পেনসিডিল সহ কক্সবাজার টেকনাপ এলাকা থেকে গোপন খবরের ভিত্তি গ্রেফতার করা হয়,
জানা যায় সোলতান মোহাম্মদ রিপুন একজন স্থানীয় লোকাল জন সাধরনের কাছে জমির দালাল প্রকাশ বাইল্লা দালাল হিসাবে চিনে এবং স্থানীয় কিছু লোক নাম প্রকাশ অনিচ্ছুক তারা বলেন সোলতান মোহাম্মদ রিপুন জামাত নেতা এবং সাবেক চেয়ারম্যান শহিদুল মোস্তাফার হয় জমির দালালি শুরু করেন তারপর তিনি ভিবিন্ন লোকের সাথে ভিবিন্ন জমির জাল দলিল তৈরী করে অসহায় মানুষ কে নিশ্বহ করেছেন পরে জানা জানি পড়িলে সাবেক চেয়ারম্যান শহিদুল মোস্তফা রাগের তাড়িতে বাড়ি এবং বব্যবসার সকল অংশদারীত্ব থেকে তাড়িয়ে দেন, পরে সোলতান মোহাম্মদ রিপুন আরো বাহু শক্তি বৃদ্ধির ও অবৈধ কাযর্কালাপে জড়িত হোন এবং আরেক সাবেক চেয়ারম্যান ও শীর্ষ অস্ত্র ব্যবসায়ীর সাথে তাল মিলিয়ে ইয়াবা, পেনসিডিল ব্যবসা করেন, অবৈধ দলিল পত্র নিয়ে ডাকাত ইউনুচ সহ জমি দখল বাজ শুরু করেন।