নিজস্ব সংবাদদাতাঃ-২৭ জুন পুর্নদৈর্ঘ্য প্রেমের ছবি “নবাব” এর মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে রসায়ন বিভাগের হার্টথ্রোব,বহু নারীর হ্রদয়ে ঝড় তোলা,রসায়ন বিভাগের সালমান খান খ্যাত ডেমরার ছেলে “পাঁকনা” খ্যাত ‘রেজাউর রহিম জুবায়ের’ এর।ছবিতে তার বিপরীতে থাকছেন হালের সেনশেশন নায়িকা বুবলি।
পরিচালক মাহাদী হাসান ইমন নবাব ছবির কাহিনী প্রসঙ্গে বলেন,গল্পটি সামাজিক,পরিবারের সবাইকে নিয়ে দেখার মত ছবি।এটি একটি মারমার কাটকাট অ্যাকশন,রোমান্সে ভরপুর ছবি।
ছবির কাহিনী সম্পর্কে আরো জিজ্ঞাসা করা হলে পরিচালক ইমন বলেন,কাহিনীটি তারকা ক্রিকেটার সুমন নাথ এবং ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা পাপন চৌধুরীর মেয়ে মিস সুমনা কাপুরের জীবনকে ঘিরে।সুমন নাথের চরিত্রে অভিনয় করেছেন পাঁকনা জুবায়ের।বলাবাহুল্য তিনি এ ছবিতে একজন বোলার কাম অধিনায়কের ভুমিকা পালন করবেন।খলনায়কের ভুমিকায় থাকছেন কুক্ষ্যাত খ্যাপা অভিনেতা নিগা এবং পাঁঠা খ্যাত জাহিদ হোসেন।তার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি!
‘নতুন নায়কের বিপরীতে অভিনয় করতে আপনার কেমন লাগছে?’ এ প্রশ্নের জবাবে নায়িকা বুবলি জানান,দেখুন জুবায়ের নবাগত হলেও তার প্রতিভায় আমি মুগ্ধ।বিশেষ করে নাচে আর মডেলিং তাঁর পারদর্শিতা আমাকে বারবার সালমান খান এর কথা মনে করিয়ে দিয়েছে।এছাড়া অন্তরঙ্গ দৃশ্যগুলোতেও তাকে বেশ সাবলীল মনে হয়েছে এবং রোমাঞ্চের দৃশ্যে তার সহায়তা আমাকে অবাক করেছে।ঢালিউডে অভিষেক হচ্ছে,’আপনার অনুভুতি কেমন?’ এপ্রশ্নের উত্তরে জুবায়ের আমাদের জানান ,তিনি খুবই ‘উত্তেজিত’ এবং ‘সিরিয়াস’ ছবিটি নিয়ে।একজন দেশপ্রেমিক সিরিয়াস ক্রিকেটারের মতই কঠোর পরিশ্রম করেছেন ছবিটি নিয়ে।অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন,দেখুন এ সবই কঠিন অধ্যাবসায় এবং বহু বছরের সাধনার ফল।সবশেষে তিনি ছবিটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
“নবাব” সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামি ২৭শে জুন ঈদের দিন।ছবির গান গুলো ইতিমধ্যে ইউটিউবে পাওয়া যাচ্ছে,এর মধ্যে ‘আমি সিরিয়াস’ এবং ‘আমি এতো অবাক কেন’গানটি ৩ মিলিয়ন ভিউ ছারিয়েছে।