টাংগাইল সখীপুরের মেয়র এখন সৌদিআরবে ওমরা পালনের উদ্দেশ্যে।

স্টাপ রিপোটার:- টাংগাইল জেলার সখীপুর পৌরসভার দুইবারের সফল মেয়র,টাংগাইল জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তি যোদ্ধা জননেতা আবু হানিফ আজাদ এখন সৌদিআরবে আছেন ওমরা পালনের উদ্দেশ্যে।
জানা যায়,গত ২৬ শে মে রাত ৮:৩০ মিনিটের ফ্লাইটে সৌদিআরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।ভোর ৩:৩০ মিনিটে সৌদিআরবের জেদ্দা এয়ারপোর্টে বিমানটি ল্যান্ট করেন।DBC news টেলিভিশন সাংবাদিক রঞ্জু আহমেদ মেয়র আবু হানিফ আজাদ কে রিসিপ করেন।মেয়র আবু হানিফ আজাদ ওমরা পালনের মধ্যে দিয়ে দয়াল নবী হয়রত মোহাম্মদ সা: এর রওজা মোবারক জিয়ারত করেন এবং নিজের পিতা- মাতা পরিবার বর্গ আত্মীয়- স্বজন সহ সখীপুর বাসির জন্য দোয়া কামনা করেন।সৌদি আরবে কর্মরত প্রবাশি ভাইদের সাথে দেখা করেন ও দোয়া কামনা করেন।চলতি মাসের ৬ তারিখে ওমরা শেষ করে মেয়র আবু হানিফ আজাদ তার নিজ এলাকায় ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *