ছবি আকা ছোট কাল থেকেই এক প্রকার নেশার মত কাজ করে গেছে।এখনও ছাড়তে পারিনি,কাজ না থাকলেই শুরু হয়ে যায়।অসংখ্য স্কেচ করা হয়েছে
পেন্সিলে তুলে ধরা হয়ে সাদা কাগজে অফুরন্ত এ্যাস কালার।শুধু নিজেই পেন্সিল ব্যবহার করিনি শিখিয়েছি
শ খানেক ছাত্রকে।ভার্সিটি কোচিং এ ভূমিকা রেখছি সবচেয়ে বেশি।প্রতি বছর ১০ থেকে ১২ জন স্টুডেন্ট চান্স পেয়েছে কোচিং থেকে।যার মধ্যে বিশির ভাগই ঢাবিতে।খুলনা ইউনিভার্সিটিতে ও চান্স পেয়েছে অসংখ্য ছাত্র ছাত্রী।
গর্বে মন ভরে উঠেছে তখন যদিও অল্পের জন্য চান্স হয়নি ঢাবির চারুকলা অনুষদে।
সব থেকে বড় পাওয়া ছিলো ৬মাস নাজমুল স্যার কে ঘুরিয়ে তার স্কেচ টা করে দেওয়া।খুশিও হয়েছিলেন স্যার বেশ।
ছবি আকা আমার পেশা নয় নেশা।
অসংখ্য ছবি আকার ইচ্ছা আছে
ভালমানের কিছুও বের করতে চাইই।
এই পর্যন্ত ৩০০ ছবি বিক্রি হয়েছে।
বিশেষ কৃতজ্ঞতা অপু মামা ও নিতল ভাইকে
তাদের হাত ধরে এই পর্যন্ত আসা।