চট্টগ্রামের অন্যতম গ্রুপ শ্যাডো’স এর C.E.O জাহিদ শাওন বিবাহ আসরে বসতে চলেছেন।

অবশেষে, ১০০ টি প্রেম করার পর জাতির ভাই
জাহিদ শাওন এর বিবাহের দিন ধার্য ঠিক করা হয়েছে। গোপনসূত্রে জানা গেছে যে, তিনিই চট্টগ্রামের চাইতে বেশিরভাগ দিন রাঙামাটিতে কাটাই। রাঙামাটি তে ভ্রমণ করতে আসে এক তরুণী নামঃ সামিয়া।
সামিয়াকে দেখে তিনি আবেগাআপ্লুত হয়ে উঠেন। ধীরে ধীরে মেয়েটির সম্পর্কে তিনি বিস্তারিত জেনে নিলেন।
মেয়েটির বাড়ি কুমিল্লা। রাঙামাটি পরিবারের সাথে ১ সপ্তাহের জন্য ঘুরতে আসছিলো। এরই মাঝে জাহিদ শাওন মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটির ফ্যামিলি উক্ত বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দেয়।
অতঃপর, এই বছরের ঈদের পর আগষ্ট মাসে তাদের বিবাহ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *