২০১৬ সালের ২৮ জুলাই চাঁদপুর থেকে ৪ জন যুবক টাংগাইলে একটি হোটেলের বিচানায় প্রস্রাবের দায়ে সেখানে উপস্হিত পাবলিকের কাছে ঘনধোলাইয়ের স্বীকার হয় চাঁদপুরের হাজীগন্জের ৪ জন যুবক।এরা হলেন হাজীগন্জের কাপড়িয়া পট্টির ঢাকা স্টোরের মালিকের ছেলে আশ্রাফুজ্জামান শুভ ওরফে বইশ্যা, স্বর্নকার পট্টির বারেক স্টোরের মালিক হাজী আব্দুল বারেকের ছেলে খালেদুর রহমান হেফজু ওরফে গেন্ডু, ওয়ারুকের টামটা গ্রামের দুলাল মিয়ার ছোট ছেলে শাহপরান অনিক ওরফে অনিক নাই এবং রাজাপুরা গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে বাদশা ফাহাদ।প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে তারা টাংগাইল গিয়েছিল একটি মেয়েকে প্রমের প্রস্তাবের জন্য। জানা গেছে আর প্রস্তাবে মেয়েটির হ্যা সূচক সাড়াও পাওয়া গিয়েছিল। কিন্তু ভাগ্যের একি নির্মম পরিহাস বাসায় ফেরার পথে তাদের এই অনৈতিক কাজের জন্যই ঘনধোলাই দেয়া হয়েছিল।