খেচিপ সম্পাদক দীদারের জন্মদিনে ঢামেকে সাজসাজ রব

“”আস্সলামুআলাইকুম, আমি মো: দীদারুল আলম, আমি এসেছি চট্টগ্রাম থেকে আর আমার কলেজ হচ্ছে চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম “” এভাবেই ফজলে রাব্বী হলের গনরুমে হয়েছিল ঢামেকের একমাত্র ভন্ড হুজুর ওরফে ইংলিশ হুজুর দীদারের আবির্ভাব।এরপর দিনে দিনে যতই সময় এগিয়েছে ততই গিরগিটির মতো করে ভোল পাল্টানো শুরু করে। প্রথম দিকে টুপি পান্জাবী থাকলেও যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আস্তে আস্তে সবকিছুই বিসর্জন দেয় সে, প্রতিবেশী মারফত জানা যায়, সকলের নজরে আসার জন্য বেশ কয়েকদিন ফেসবুক লাইভেও আগমন ঘটে দিদারের।।গোপন সংবাদের ভিত্তিতে আরও জানা যায় খাটি চাঁটগাইয়া হলেও শুদ্ধ বাংলা ও ইংরেজি বলাতে সমান পারদর্শী সে।।এছাড়া মাঝে মাঝে তীব্র কিউট কিংবা বেসম্ভব সুন্দরের মতো আজাইরা কমেন্ট করে মানুষকে বিরক্ত করাও তার বিরুদ্ধ আনা অসংখ্য অভিযোগের একটি,, অবশ্য নিজেকে অতি সাদামাটা বলে দাবী করলেও সে ব্যাপারে যথেষ্ঠ সন্দিহান তার ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সকলে।।।

অবশ্য এ ব্যাপারে তার সাথে কথা বলতে চাইলে দীদার বলেন এ সববই মিডিয়ার অপপ্রচার, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধ ইর্ষণ্বিত হয়ে এসব করছে বলে মত প্রকাশ করেন তিনি।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *