বিভাগ করার ক্ষেত্রে এক নতুন ইস্যু হয়ে উঠেছে ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ শুভ’র দাবি।তার দাবি নোয়াখালি নয় তার গ্রাম কামারখোলাকে বিভাগ করা হোক।তার মতে কামারখোলা প্রাকৃতিক সম্পদ,ইতিহাস ঐতিহ্যে ভরপুর।তাদের গ্রামের খেজুরের রস সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছে।তাদের প্রত্যাশা এই রস বিদেশে রপ্তানী করে তাদের গ্রাম অনেক বৈদশিক মুদ্রা অর্জন করবে। এক্ষেত্রে শুভর ধারনা কামারখোলা রাজশাহী,চট্টগ্রাম,খুলনা,ময়মনসিংহ এমনকি ঢাকা থেকেও এগিয়ে আছে তার কামারখোলা গ্রাম। তার শুভর একমাত্র প্রাণের দাবি দেশকে এগিয়ে নিতে হলে কামারখোলা বিভাগ অত্যাবশ্যক।